ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবদুল লতিফ ইবির নয়া রেজিস্ট্রার

হুমায়ুন কবীর জীবন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ৩০ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবদুল লতিফ ইবির নয়া রেজিস্ট্রার

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে কাউন্সিল শাখার উপ-রেজিস্ট্রার এস এম আবদুল লতিফকে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসির ব্যক্তিগত সচিব মীর জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

 

সূত্র মতে, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার আজ তাকে এ পদে নিয়োগ দেন। তিনি সদ্য বিদায়ী রেজিস্ট্রার ড. মো. মসলেম উদ্দিনের স্থলাভিষিক্ত হয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন।

 

এ বিষয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবদুল লতিফ বলেন, ‘আমি দুপুর ২.২০-এ নিয়োগ পত্র পেয়েছি। তারপর বিকেল ৩টায় ভিসি স্যারের বাংলোয় গিয়ে যোগদান পত্র দিয়েছি।’

 

এর আগে নয়া রেজিস্ট্রার আবদুল লতিফ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

উল্লেখ্য, আবদুল লতিফের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগ থেকে এল এল বি ও এল এল এম পাস করেন।

 

 

 

 

রাইজিংবিডি/ইবি/৩০ জুন ২০১৫/হুমায়ুন কবীর জীবন/রণজিৎ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়